| |
               

মূল পাতা আন্তর্জাতিক পরমাণু স্থাপনায় আমেরিকার হামলা; পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে নেওয়ার দাবি ইরানের


পরমাণু স্থাপনায় আমেরিকার হামলা; পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে নেওয়ার দাবি ইরানের


আন্তর্জাতিক ডেস্ক     22 June, 2025     12:00 PM    


হঠাৎ করেই ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা।

রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে এ তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্প জানান, ফর্দ, নাতানঞ্জ এবং ইস্পাহান; এই তিনটি পরমাণু কেন্দ্রে হামলা করেছে আমেরিকা। হামলায় অংশ নেওয়া সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও দাবি করেন, ফোর্দো স্থাপনায় ‘পূর্ণ শক্তির বোমা হামলা’ চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন আমেরিকা ফেরার পথে রয়েছে।

এদিকে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় আমেরিকর হামলার কথা নিশ্চিত করে ইরান জানিয়েছে, নাতাঞ্জ ও ইস্পাহানেও পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। তবে আমিরকার হামলার আগেই তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল। তাই তিন পারমাণবিক স্থাপনায় কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। 

সূত্র : বিবিসি